ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি ২০২৫
Sharenews24

এমপি আনার হত্যায় ১২০০ পাতার চার্জশিট

২০২৪ আগস্ট ১৯ ১০:১০:৪৮
এমপি আনার হত্যায় ১২০০ পাতার চার্জশিট

নিজস্ব প্রতিবেদক : ভারতের মাটিতে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীমকে (এমপি আনার) খুনের ঘটনায় ১২০০ পাতার চার্জশিট জমা দিয়েছেতদন্তকারী সংস্থা সিআইডি। আনার খুনের পর প্রথম গ্রেফতারের ৮৭ দিনের মাথায় শনিবার বারাসাত আদালতে এই চার্জশিট জমা দেওয়া হয়েছে।

দেশটির আইন অনুযায়ী ঘটনার ৯০ দিনের মধ্যে তদন্তকারী সংস্থাকে অভিযোগপত্র দাখিল করতে হয়। আনার হত্যা মামলার অভিযোগপত্র ৮৭ দিনের মাথায় পেশ করা হলো।

সিআইডি সূত্রের খবর, চার্জশিটে ধৃত ‘কসাই’ জিহাদ হাওলাদার এবং মুহম্মদ সিয়ামের নাম আছে। তবে কী উদ্দেশ্যে খুন করা হয়েছিল, সে ব্যাপারে কিছু বলা হয়নি। তদন্তকারীদের একাংশের ব্যাখ্যা, তদন্ত শেষ না হলে খুনের কারণ বলা যাবে না। তা ছাড়া, এই মামলায় মূল অভিযুক্তকে এখনও জেরা করা যায়নি।

গত ১২ মে কলকাতায় চিকিৎসা করাতে এসে নিখোঁজ হন এমপি আজীম। গত ১৮ মে বরাহনগর থানায় নিখোঁজের অভিযোগ জমা পড়ে। তদন্তে নেমে রাজ্য পুলিশের এসটিএফ এবং বরাহনগর থানা জানতে পারে, নিউ টাউনের একটি আবাসনে নিয়ে এসে তাকে খুন করা হয়েছে। সিআইডি তদন্ত ভার নেওয়ার পরে গত ২২ মে জিহাদকে গ্রেফতার করে। পরে গ্রেফতারও করা হয় সিয়ামকে।

এস/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে