ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি ২০২৫
Sharenews24

বাড়িতে তিন কোটি টাকা, পাঁচ দিনের রিমান্ড সাবেক সচিব

২০২৪ আগস্ট ১৮ ২০:১৪:৫০
বাড়িতে তিন কোটি টাকা, পাঁচ দিনের রিমান্ড সাবেক সচিব

নিজস্ব প্রতিবেদক : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব শাহ কামালের বিরুদ্ধে বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে করা মামলায় পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত পাঁচ দিন মঞ্জুর করেছেন।

রোববার (১৮ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহম্মেদের আদালতে তাকে হাজির করা হলে আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। পরে উভয় পক্ষের শুনানি শেষে বিচারক জামিন আবেদন নাকচ ও রিমান্ড মঞ্জুর করেন।

গত শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যার পর মোহাম্মদপুরের বাবর রোডের এফ ব্লকের বাসায় অভিযান চালিয়ে নগদ তিন কোটির বেশি টাকা এবং ১০ লাখ টাকা সমমূল্যের বিদেশি মুদ্রা উদ্ধার করে পুলিশ।

পরের দিন শনিবার (১৭ আগস্ট) রাতে রাজধানীর মহাখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ডিবি। এরপর রাজধানীর মোহাম্মদপুর থানায় তার বিরুদ্ধে বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।

তারিক/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে