ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি ২০২৫
Sharenews24

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দপ্তর পুনর্বন্টন

২০২৪ আগস্ট ১৬ ২১:৩৬:৪২
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দপ্তর পুনর্বন্টন

নিজস্ব প্রতিবেদক : অন্তবর্তী সরকারে শপথ নিয়েছেন আরও চার উপদেষ্টা। আজ শুক্রবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ পাঠ করান।

এই চার জন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের বর্তমান সংখ্যা দাঁড়িয়েছে ২১ জনে। সেই সঙ্গে সপ্তাহের মাথায় পুনর্বন্টন করা হলো উপদেষ্টাদের দপ্তর।

আজ শুক্রবার (১৬ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে মন্ত্রীপরিষদ মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।

নতুন উপদেষ্টাদের মধ্যে ওয়াহিদ উদ্দিন মাহমুদকে পরিকল্পনা ও শিক্ষা মন্ত্রণালয়, মুহাম্মদ ফাওজুল কবির খানকে বিদ্যুৎ, জ্বালানি মন্ত্রণালয়, সড়ক ও সেতু মন্ত্রণালয় এবং রেল মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাংগীর আলম চৌধুরীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) এম সাখাওয়াত হো‌সেনের দপ্তর পরিবর্তন করে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

একই সঙ্গে বাড়তি দায়িত্ব হিসেবে অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদকে বাণিজ্য মন্ত্রণালয়ের, আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান ও সংস্কৃত মন্ত্রণালয়ের, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খানকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা রিজওয়ানা হাসানকে পানিসম্পদ মন্ত্রণালয়ের, ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলামকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের, মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজমকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

আজ নতুন যে চার জন উপদেষ্টা অন্তবর্তী সরকারে যোগ দিলেন, তাঁরা হলেন- সাবেক সচিব মুহাম্মদ ফাওজুল কবির খান, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ এবং বাংলাদেশ রাইফেলসের সাবেক মহাপরিচালক লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম।

মিজান/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে