ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি ২০২৫
Sharenews24

জয়ের দাবি নিয়ে এবার মুখ খুললেন মির্জা ফখরুল

২০২৪ আগস্ট ১১ ১১:২৭:৩২
জয়ের দাবি নিয়ে এবার মুখ খুললেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গড়ে উঠা ছাত্র-জনতার ব্যাপক গণবিক্ষোভের মুখে গত সোমবার (০৫ আগস্ট) প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়েছেন শেখ হাসিনা।

এরপর জাতির উদ্দেশে এক ভাষণে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান বলেন, শেখ হাসিনা পদত্যাগ করেছেন। তিনি দায়িত্বভার গ্রহণ করছেন।

কিন্তু গতকাল শনিবার বার্তা সংস্থা রয়টার্সের কাছে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় দাবি করেছেন, শেখ হাসিনা এখনো পদত্যাগ করেননি। তাই এখনো তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল শনিবার শেখ হাসিনার পদত্যাগ ইস্যুতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির সঙ্গে কথা বলেছেন। ফখরুল জানিয়েছেন, বিক্ষুব্ধ জনতার মুখোমুখি না হতে পদত্যাগ করেই দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা।

সজীব ওয়াজেদ জয়ের দাবির প্রেক্ষিতে এনডিটিভিকে ফখরুল বলেন, ‘বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সামনে প্রেসিডেন্ট নিজেই বলেছেন, তিনি (শেখ হাসিনা) পদত্যাগ করেছেন। সেখানে কোনো জবরদস্তি বা এমন কিছু ছিল না। এটি ছিল একটি বিপ্লব। ’

মিজান/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে