ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি ২০২৫
Sharenews24

কতদিন থাকবে অন্তর্বর্তী সরকার, যা জানালেন আসিফ নজরুল

২০২৪ আগস্ট ১০ ১২:৩৯:১১
কতদিন থাকবে অন্তর্বর্তী সরকার, যা জানালেন আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক : আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, নির্বাচন কমিশনসহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কার করার জন্য যতদিন থাকা দরকার হবে, অন্তর্বর্তী সরকার ততদিন দায়িত্ব পালন করবে।

শনিবার (১০ আগস্ট) সচিবালয়ে প্রথম দিন অফিসে এসে আইন সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

আসিফ নজরুল বলেন, “রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা থাকবে যত দ্রুত সম্ভব নির্বাচন করা। আবার সাধারণ মানুষের আকাঙ্ক্ষা রয়েছে সারাদেশের সংস্কার। এই দুইয়ের সমন্বয় করে নির্বাচন কমিশনসহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কার করার জন্য যতদিন থাকা দরকার হবে, অন্তর্বর্তীকালীন সরকার ততদিন দায়িত্ব পালন করবে।”

সাইবার আইন নিয়ে এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, “সাইবার নিরাপত্তা আইনের শিকার আমি নিজেও। অতএব এই আইনটিকে ভালোবাসার কোনো কারণ নেই।”

প্রধান বিচারপতিকে শিক্ষার্থীদের পক্ষ থেকে পদত্যাগের আলটিমেটাম দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, “তাদের আকাঙ্ক্ষা অনুযায়ী কী করা উচিত সেটি প্রধান বিচারপতি করবেন।”

তিনি বলেন, “ছাত্রলীগের কাছ থেকে ফুলের তোড়া নিয়েছিলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। তাকে নিয়ে বিতর্ক রয়েছে। তিনি ফুলকোর্ট সভা ডেকেছিলেন। এটি ঠিক করেননি।”

এদিন সকাল ৯টা ৩৫ মিনিটে সচিবালয়ে আসেন আসিফ নজরুল। এ সময় আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার এবং লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব হাফিজ আহমেদ চৌধুরীসহ অন্য কর্মকর্তারা উপদেষ্টাকে অভ্যর্থনা জানান।

তারিক/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে