ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫
Sharenews24

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে চাকরি ছাড়লেন জাবি শিক্ষক

২০২৪ জুলাই ২৫ ১৭:৪৬:১৩
শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে চাকরি ছাড়লেন জাবি শিক্ষক

নিজস্ব প্রতিবেদক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক সহযোগী অধ্যাপক কোটা সংস্কারের আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে চাকরি থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছেন।

জানা যায়, ওই সহযোগী অধ্যাপকের নাম জাহিদুল করিম। তিনি বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।

মূলত ক্যাম্পাসে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা এবং শিক্ষকদের 'দলীয় মনোভাব' এর কথা উল্লেখ করে জাহিদুল করিম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর অব্যাহতির আবেদন করেছেন। অব্যাহতিপত্রটি তিনি ইতোমধ্যে রেজিস্ট্রারকে মেইল করেছেন বলে জানা গেছে।

অব্যাহতিপত্রে জাহিদুল করিম লিখেছেন- আমি সবসময় সত্য এবং ন্যায়ের পক্ষে কথা বলেছি এবং শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ে সর্বদা পাশে থেকেছি। সরকার চাইলে দ্রুত শিক্ষার্থীদের দাবি মেনে নিতে পারতো, তাহলে এত প্রাণহানির ঘটনা ঘটতো না। যারা নিহত হয়েছে, তাদেরকে নিয়ে তাদের পরিবারের অনেক স্বপ্ন ছিল, সন্তান হারানোর বেদনায় তারা আজ দিশেহারা।

তিনি আরও লিখেছেন, বাংলাদেশের শিক্ষক সমাজের মূল্যবোধ ও নৈতিকতাবোধকে জাগ্রত করতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপকের চাকরি থেকে অব্যাহতি ঘোষণা করছি।

তারিক/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে