ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫
Sharenews24

ট্রেন চালানোর সিদ্ধান্ত থেকে সরে এলো রেলওয়ে

২০২৪ জুলাই ২৫ ১৬:২৭:৫৩
ট্রেন চালানোর সিদ্ধান্ত থেকে সরে এলো রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক : টঙ্গী জংশন হয়ে ঢাকা-জয়দেবপুর ও ঢাকা-ব্রাক্ষণবাড়িয়া রুটে তুরাগ ও তিতাস কমিউটার ট্রেন বৃহস্পতিবার থেকে যাতায়াত করার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণে ট্রেন দুটির চলাচল বন্ধ রেখেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

আজ বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে টঙ্গী রেলওয়ে জংশনের স্টেশনমাস্টার রাকিবুর রহমান এই তথ্য নিশ্চিত করে জানান, বুধবার রাতে বাংলাদেশ রেলওয়ে টঙ্গী জংশন হয়ে ঢাকা-জয়দেবপুর রুটে তুরাগ কমিউটার ও ঢাকা-ব্রাক্ষণবাড়িয়া রেলরুটে তিতাস কমিউটার ট্রেন একাধিকবার যাতায়াত করার ঘোষণা দেয় কর্তৃপক্ষ।

কিন্তু অনিবার্য কারণে আজ এ ট্রেন দুটি চলাচলের সিদ্ধান্ত স্থগিত হয়। ফলে সকাল ১০টায় তুরাগ ও তিতাস কমিউটার ঢাকা থেকে ছাড়েনি।

রেলওয়ে জানায়, নিরাপত্তাজনিত কারণে ঘোষণা দিলেও তুরাগ ও তিতাস কমিউটার ঢাকা থেকে যাত্রা করেনি।

এদিকে অনানুষ্ঠানিকভাবে সাত দিন ও আনুষ্ঠানিকভাবে চার দিন ট্রেন চলাচল বন্ধ থাকার পর গতকাল রাতে এই দুটি ট্রেন চলাচলের ঘোষণার খবরে সংশ্লিষ্ট স্টেশনগুলোতে দুপুর ১২টা পর্যন্ত যাত্রীদের ভিড় ছিল।

তবে ১২টার পর ট্রেন চলাচল করবে না বলে কর্তৃপক্ষের ঘোষণা পেয়ে যাত্রীরা স্টেশন থেকে নিজ নিজ গন্তব্যে ফিরে যান।

সরকারি চাকুরীতে কোটা আন্দোলনের কারণে বৃহস্পতিবার রেলপথ অবরোধ হওয়ায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। অনানুষ্ঠানিকভাবে তিন দিন বন্ধ থাকার পর শনিবার রাতে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ রেলওয়ে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করে।

গতকাল বুধবার রাতে তুরাগ ও তিতাস কমিউটার ট্রেন দুটি আজ থেকে চলাচলের ঘোষণা দিলেও ট্রেন ছাড়ার আগেই বন্ধ করে দেয় রেলওয়ে কর্তৃপক্ষ।

মামুন/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে