ঢাকা, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
Sharenews24

আলোচনায় বসতে রাজি নয় আন্দোলনকারীরা

২০২৪ জুলাই ১৮ ১৬:৫০:০৩
আলোচনায় বসতে রাজি নয় আন্দোলনকারীরা

নিজস্ব প্রতিবেদক : সরকারি চাকুরীতে কোটা সংস্কারপন্থী শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসতে সরকারের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে। আইনমন্ত্রী বলেছেন, আন্দোলনকারীদের প্রস্তাব প্রধানমন্ত্রী মেনে নিয়েছেন।

কিন্তু সরকারের এই প্রস্তাবে আলোচনায় বসতে রাজি নয় কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়করা।

আজ বৃহস্পতিবার আইনমন্ত্রীর পক্ষে সংলাপের আহ্বান আসার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সংলাপ না করার কথা জানান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ বলেন, গুলির সাথে কোনো সংলাপ হয় না। এই রক্তের সাথে বেঈমানী করার চেয়ে আমার মৃত্যুই শ্রেয়।

আরেক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে লিখেন, রক্ত মাড়িয়ে কোনো সংলাপ নয়।

অপর সমন্বয়ক সারজিস আলম প্রশ্ন রেখে বলেন, একদিকে গুলি আর লাশ অন্যদিকে সংলাপ! আমার ভাইয়ের রক্তের উপর দিয়ে কিভাবে সংলাপ হতে পারে?

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে