ঢাকা, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
Sharenews24

ঢাকার রাজপথ আন্দোলনকারী শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে

২০২৪ জুলাই ১৮ ১৪:০৯:২৩
ঢাকার রাজপথ আন্দোলনকারী শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক : রাজধানী ঢাকার রাজপথের বিভিন্ন পয়েন্ট এখন কোটা সংস্কারের এক দফা দাবিতে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালনের আন্দোলনকারীদের নিয়ন্ত্রণে।

আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) ঢাকার বিভিন্ন সড়ক সকালের দিকে পুলিশের নিয়ন্ত্রণে থাকলেও দুপুরের পর অবরোধকারী শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে চলে যায়।

বিক্ষোভের ফলে রাজপথে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরমে দুর্ভোগে পড়েছেন মানুষ। গোটা রাজধানীজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে।

দুপুরের মধ্যে যাত্রাবাড়ী, শান্তিনগর, রামপুরা, মেরুল বাড্ডা, নতুনবাজার, কুড়িল বিশ্বরোপ, মিরপুর-১০ ও উত্তরায় অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। রাজধানীর বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

ইতোমধ্যে উত্তরায় দুজন শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। যাত্রাবাড়ীতে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া বাড্ডায় কানাডিয়ান বিশ্ববিদ্যালয়ের পুলিশের সঙ্গে সংঘর্ষে ১০ শিক্ষার্থী আহত হয়েছেন। তবুও রাজপথ ছাড়েনি শিক্ষার্থীরা।

আন্দোলনকারীদের বিক্ষোভের ফলে রাজধানী ঢাকার সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। যানবাহন না পেয়ে সাধারণ মানুষ ও অফিসগামী পথচারীরা পায়ে হেঁটে চলাচল করছেন।

এএসএম/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে