ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫
Sharenews24

ঢাবি শিক্ষককে পেটালেন কোটা আন্দোলনকারীরা

২০২৪ জুলাই ১৬ ১৮:১৮:৩৮
ঢাবি শিক্ষককে পেটালেন কোটা আন্দোলনকারীরা

নিজস্ব প্রতিবেদক : কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় অবস্থান নিয়েছেন। এসময় বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. মো. আবদুল মুহিত সেখানে গেলে তার ওপর চড়াও হয় আন্দোলনকারীরা।

মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল পাঁচটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মোহাম্মদ মোর্তজা চিকিৎসাকেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। জানা যায়, শহিদ মিনার এলাকায় রুটিন টহলে বহিরাগত তাড়াতে গিয়েছিলেন সহকারী প্রক্টরবৃন্দ।

এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন তারা। শিক্ষার্থীরা তাদেরকে উদ্দেশ্য করে ‘দালাল’, ভুয়া ভুয়া’ বলে স্লোগান দিতে থাকেন।

এক পর্যায়ে আন্দোলনরত শিক্ষার্থীরা তাদেরকে ধাওয়া করেন। এ সময় শিক্ষকরা দ্রুত স্থান ত্যাগ করতে চাইলে আন্দোলনকারীরা তাদের দিকে বিভিন্ন বস্তু এবং কাঠের টুকরো ছুঁড়ে মারেন।

একটু পর পেছন থেকে কয়েকজন আন্দোলনকারী এসে অধ্যাপক মুহিতকে লাঠি দিয়ে আঘাত করেন। পরপর কয়েকটি আঘাতের পর মাটিতে পড়ে যান অধ্যাপক মুহিত। পরে তাকে রিকশায় করে হাসপাতালে নেওয়া হয়েছে।

তারিক/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে