ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫
Sharenews24

চট্টগ্রামে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষে দুজন নিহত

২০২৪ জুলাই ১৬ ১৭:৪৯:১৭
চট্টগ্রামে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষে দুজন নিহত

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে সরকারি চাকুরীতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ ও যুবলীগের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।

নিহতদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন।

মোহাম্মদ তসলিম উদ্দীন জানান, দুজনের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে, নিহতদের মধ্যে একজন চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী এবং অপরজন পথচারী।

এছাড়া, রাজধানীর সাইন্সল্যাবে আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগের সংঘর্ষে এক যুবক (২৫) নিহত হয়েছেন। তবে ওই যুবকের নাম-পরিচয় পাওয়া যায়নি।

নিহত যুবকের তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া।

মামুন/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে