ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫
Sharenews24

শিক্ষার্থীদের ধাওয়ায় পালিয়ে গেল ছাত্রলীগ, মোটরসাইকেলে আগুন

২০২৪ জুলাই ১৬ ১৬:৫৩:১৩
শিক্ষার্থীদের ধাওয়ায় পালিয়ে গেল ছাত্রলীগ, মোটরসাইকেলে আগুন

নিজস্ব প্রতিবেদক : কোটা সংস্কারের আন্দোলনে থাকা শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। শিক্ষার্থীদের ধাওয়ায় পালিয়ে গেছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা।

এরপর আন্দোলকারী শিক্ষার্থীরা একটি হলের ভেতরে থাকা কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। আজ মঙ্গলবার বিকেল ৩টার পরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা ক্যাম্পাসের প্যারিস রোডে অবস্থান নিয়েছেন।

আন্দোলনে থাকার শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। প্যারিস রোডে অবস্থান নেওয়ার আগে আবাসিক হল থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা ক্যাম্পাসের দিতে আসতে থাকেন। বিশ্ববিদ্যালয়ের শাহ মখদুম হল থেকে শিক্ষার্থীরা বের হয়ে মাদার বখশ হলের দিকে যান। গিয়ে দেখেন হলটি তালাবদ্ধ, ভেতরে আটকা পড়েছেন শিক্ষার্থীরা।

পরে তালা ভেঙে হলটির শিক্ষার্থীদের নিয়ে শহীদ হবিবুর রহমান হলের দিকে যান তারা। এ সময় সেখানে তাদের সামনে পড়ে যান মোটরসাইকেলে থাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আসাদুল্লা-হিল-গালিবসহ বেশ কয়েকজন।

শিক্ষার্থীরা ধাওয়া দিলে ছাত্রলীগের নেতাকর্মীরা সেখান থেকে পালিয়ে যান। এরপর শিক্ষার্থীরা মিছিল নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে এসে দেখেন হলটির ফটকে তালা দেওয়া। তারা তালা ভেঙে হলের ভেতর থেকে শিক্ষার্থীদের উদ্ধার করেন।

এই সময় হলটির গেটের সামনে থাকা বেশ কয়েকটি মোটরসাইকেল জ্বলতে দেখা যায়। সেগুলো কারা আগুন দিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

মামুন/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে