ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫
Sharenews24

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত ঢোকানোর অভিযোগ উপ-উপাচার্যের

২০২৪ জুলাই ১৬ ১২:০২:১৩
ঢাবি ক্যাম্পাসে বহিরাগত ঢোকানোর অভিযোগ উপ-উপাচার্যের

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) উপ-উপাচার্য মুহাম্মদ সামাদ বলেছেন, কোটা সংস্কার আন্দোলন নিয়ে ঢাবি ক্যাম্পাসে সোমবারের (১৫ জুলাই) সংঘর্ষে জন্য দুপক্ষই দায়ী। ঢাবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ করানো হচ্ছে বলেও জানান তিনি।

মঙ্গলবার (১৬ জুলাই) সকালে এসব কথা বলেন তিনি। কোটা সংস্কার আন্দোলনকে ভিন্ন দিকে প্রবাহিত করার অপকৌশলও লক্ষ্য করা যাচ্ছে বলে মনে করছেন ঢাবি উপ-উপাচার্য মুহাম্মদ সামাদ।

তিনি বলেন, ঢাবি ক্যাম্পাসে সোমবারের সংঘর্ষের ঘটনার জন্য দুপক্ষই দায়ী। আন্দোলনকে ভিন্নদিকে প্রবাহিত করার অপকৌশল লক্ষ্য করা যাচ্ছে। বহিরাগতদের ক্যাম্পাসে প্রবেশ করানো হচ্ছে। বহিরাগত উভয় পক্ষেরই রয়েছে।

তবে প্রশাসন সর্তক অবস্থানের কথা জানিয়ে মুহাম্মদ সামাদ বলেন, নাশকতা করলে বিশ্ববিদ্যালয় বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

এদিকে আন্দোলনকারীদের ওপর হামলা, প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার ও কোটা বাতিলের দাবিতে আজ মঙ্গলবার বিকেল ৩টায় সারা দেশের ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল এবং সমাবেশের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

তারিক/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে