ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫
Sharenews24

রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিলেন কোটা সংস্কারের প্রতিনিধিরা

২০২৪ জুলাই ১৪ ১৫:৫৬:৪০
রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিলেন কোটা সংস্কারের প্রতিনিধিরা

নিজস্ব প্রতিবেদক : সরকারি চাকরিতে কোটার যৌক্তিক সংস্কারের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিলেন কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীরা।

আজ রোববার বেলা ২টা ৪০ মিনিটের দিকে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে গণ পদযাত্রা কর্মসূচি স্বারকলিপি জমা দেওয়ার মাধ্যমে শেষ হয়।

এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ১২ জন সমন্বয়ক বঙ্গভবনে পুলিশি পাহারায় প্রবেশ করে রাষ্ট্রপতির সামরিক সচিবের কাছে স্মারকলিপি প্রদান করেন। পরবর্তীতে পুলিশি নিরাপত্তায় তাদেরকে হকি স্টেডিয়ামের মোড়ে নিয়ে আসা হয়।

আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম, সারজিস আলম, আরিফ সোহেল, নিদ্রা, সুমাইয়া৷ আশিক, কাদের, মাহিন, হাসিব, হান্নান মাসুদ ও সিফাত স্বারকলিপি দিতে বঙ্গভবনের ভেতরে গিয়েছিলেন।

এদিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা বেলা ১টা ৪৫ এর দিকে বায়তুল মোকাররম এর সামনের পুলিশের ব্যারিকেড ভেঙে বঙ্গভবন অভিমুখে অগ্রসর হয়। ফলে বঙ্গভবনের সামনে পুলিশ সতর্ক অবস্থান নেয়।

প্রসঙ্গত, শনিবার (১৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।

মিজান/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে