ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫
Sharenews24

নারী ইউপি সদস্যের রাইস মিল থেকে সরকারি সার উদ্ধার

২০২৪ জুলাই ১৩ ১২:২৯:৩৬
নারী ইউপি সদস্যের রাইস মিল থেকে সরকারি সার উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : বাগেরহাটের কচুয়া উপজেলার গজালিয়া ইউনিয়ন পরিষদের এক ইউপি সদস্যের রাইস মিল থেকে পাঁচ বস্তা সরকারি সার উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১২ জুলাই) সারগুলো উদ্ধার করে ইউনিয়ন পরিষদে নিয়ে যাওয়া হয়।

পরে যে কৃষকদের নামে তা বরাদ্দ ছিল, তাঁদের ডেকে সার বুঝিয়ে দেওয়া হয়। তবে স্থানীয়দের দাবি, ওই নারী ইউপি সদস্যের স্বামী এই সার বিক্রি করে দিতে চেয়েছিলেন।

জানা গেছে, নারী ইউপি সদস্যের নাম রিনা বেগম। তিনি গজালিয়া ইউনিয়ন পরিষদের ৩ (৭, ৮ ও ৯) নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের সদস্য।

লড়ারহাট বাজারের সার বিক্রেতা মাসুদুল আলম বলেন, ‘সকালে এসে দোকানের সামনে পাঁচ বস্তা সরকারি সার দেখতে পাই। পরে জানতে পারি নারী ইউপি সদস্য রিনা বেগমের স্বামী হায়বাত শেখ বিক্রি করার জন্য এই সার আমার দোকানের সামনে এনে রেখেছেন। সরকারি, কিনব না বলে আমি হায়বাতের রাইস মিলে পাঠিয়ে দিয়েছি।’

রিনা বেগম বলেন, ‘কৃষকদের দেওয়ার জন্য কয়েক দিন আগে কৃষি অফিস থেকে সারগুলো আনা হয়েছিল, কিছু কৃষককে দেওয়া হয়েছে। হঠাৎ করে অসুস্থ হয়ে হাসপাতালে থাকার কারণে সাতজন কৃষকের দিতে পারিনি। ভেবেছি পরে দিয়ে দিব। কৃষি কর্মকর্তা ও চেয়ারম্যান সাহেব বিষয়টি জানেন। তাঁরাই আজকে সারগুলো কৃষকদের মাঝে বিতরণ করেছেন। কিন্তু কিছু লোক মিথ্যা অভিযোগ তুলেছে।’

গজালিয়া ইউনিয়ন পরিষদের উপসহকারী কৃষি কর্মকর্তা তুষার কান্তি সাহা বলেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সামনে সারগুলো কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে।

এ বিষয়ে বাগেরহাটের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ডা. মো. ফখরুল আহসান বলেন, সার জব্দের বিষয়টি জানা নেই। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

তারিক/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে