ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫
Sharenews24

ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন রাস্তায় তলিয়ে যাওয়া কিছু চিত্র

২০২৪ জুলাই ১২ ১৪:৪৪:৪৬
ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন রাস্তায় তলিয়ে যাওয়া কিছু চিত্র

নিজস্ব প্রতিবেদক : আজ শুক্রবার। সরকারি ছুটির দিন। এদিন মুষলধারে বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকার রাস্তা ডুবে গেছে।

রাস্তাগুলো জলমগ্ন হওয়ায় অনেক এলাকায় যানবাহন চলছে মন্থরগতিতে। কোনো কোনো এলাকায় যান চলাচল একেবারেই বন্ধ হয়ে গেছে। জলমগ্নতার ফলে পুরো মহানগর জুড়ে স্থবিরতা সৃষ্টি হয়েছে। স্থবির হয়ে পড়েছে জনজীবন। নগরবাসীর পড়েছে প্রচণ্ড দুর্ভোগে।

আজ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা রাস্তা-মাঠ তলিয়েছে পানিতে। বেলা সাড়ে ১১টায় ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকার বিভিন্ন এলাকায় রাস্তার কিছু স্থির চিত্র।

ওপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জহুরুল হক হলের চিত্র

ওপরে ঢাকা বিশ্ববিদ্যালয় শহিদুল্লাহ হল সংলগ্ন চানখারপুল এলাকার চিত্র

মগবাজার এলাকার চিত্র

ধোলাইখাল এলাকার চিত্র

গ্রীণরোড এলাকার চিত্র

মিজান/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে