ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

কোটা সংস্কার আন্দোলনকারীদের নতুন কর্মসূচি

২০২৪ জুলাই ১১ ২২:২৩:০৬
কোটা সংস্কার আন্দোলনকারীদের নতুন কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক : কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিলের নতুন কর্মসূচি ঘোষণা করেছে ।

আগামীকাল শুক্রবার বিকেল ৪টায় সকল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।

আজ বৃহস্পতিবার (১১ জুলাই) রাত ৯টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম এই কর্মসূচি ঘোষণা করেন। নাহিদ ইসলাম বলেন, এক দফা দাবিতে ও সারা দেশে আজকের হামলার প্রতিবাদ জানিয়ে আগামীকাল ৪টায় সকল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, আমাদের সঙ্গে কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা নেই। আমাদের এখানে দলমত-নির্বিশেষে সকলেই রয়েছেন।

নাহিদ ইসলাম সারা দেশে কোটা বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার নিন্দা জানান।

কোটা বিরোধী বিরোধী আন্দোলনের আরেক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘সরকারের লোকজন হাইকোর্টের ওপর আমাদের আস্থা রাখতে বলেছেন, আমরা আস্থা রেখেছি। এখন আদালত আপনাদের দায়িত্ব দিয়েছে, আশা করি আপনারা দায়িত্ব পালন করবেন।’

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে