ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫
Sharenews24

পুলিশের সাঁজোয়া যানের উপর শিক্ষার্থীদের বিক্ষোভ

২০২৪ জুলাই ১১ ২০:২৩:১২
পুলিশের সাঁজোয়া যানের উপর শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক : পুলিশের ব্যারিকেড ভেঙ্গে সরকারি চাকরিতে কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ চলছে রাজধানীর শাহবাগে।

আজ বৃহস্পতিবার (১১ জুলাই) বিকাল ৫টার দিকে শাহবাগের চারপাশ থেকে পুলিশের বেস্টনি ভেঙে শাহবাগে অবস্থান নেন শিক্ষার্থীরা।

এই সময় তারা ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে পুলিশের জলকামান ও সাঁজোয়া যানের উপর উঠে পড়ে ছাত্ররা। জলকামান ঘিরেই বিক্ষোভ করতে থাকেন তারা।

তবে শাহবাগের তিন দিক থেকে শিক্ষার্থীদের ঘিরে রেখেছে পুলিশ।

অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এসে বাংলামোটর অভিমুখী রাস্তায় অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা।

এদিন বিকাল ৪টা থেকেই শাহবাগ মোড়ের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের অবস্থান নিয়ে দেখা যায়।

এই সময় শাহবাগ-বাংলা মোটর সংলগ্ন রোডে পুলিশ ব্যারিকেড দিলে যান চলাচল বন্ধ হয়ে যায়।

মিজান/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে