ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

হদিস মিলছে না মতিউরের

২০২৪ জুলাই ১১ ১২:০৪:১১
হদিস মিলছে না মতিউরের

নিজস্ব প্রতিবেদক : জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মতিউর রহমান কোথায়, তা নিয়ে ধোঁয়াশা কাটছেই না।

ছেলের ছাগলকাণ্ডের পর দুর্নীতির অভিযোগ আর একের পর এক প্রশ্নবিদ্ধ সম্পদের খোঁজের পর প্রকাশ্যে দেখা মিলছে না তার। নতুন কর্মস্থলে যোগদান নিয়েও রয়েছে ধোঁয়াশা।

ধানমন্ডি ৮ নম্বর সড়কের বাড়ির পঞ্চম তলায় নিজ ফ্ল্যাটে থাকতেন, মতিউরের দ্বিতীয় স্ত্রী শাম্মী আখতার শিবলী এবং দুই ছেলে ইফাত ও ইরফান। দুর্নীতির খবর ছড়িয়ে পড়ার পর দেশ ছেড়েছেন তারাও।

জানা যায়, মতিউর রহমানের পরিবার পঞ্চম তলায় থাকতেন। কিন্তু এখন তারা এখানে নেই। এদিকে ঈদের ছুটির পর বদলি হওয়া দপ্তর, অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে যোগদান নিয়েও রয়েছে ধোঁয়াশা।

সাবেক সচিব আবু আলম শহীদ খান বলেছেন, বিষয়টি শাস্তিযোগ্য অপরাধ। ২৪ ঘণ্টার মধ্যে মতিউর রহমানের অফিসে যোগদান করা বাধ্যবাধকতা ছিল। যদি তিনি যোগদান না করে তাহলে তার এটি অপরাধ হয়েছে। তার বিরুদ্ধে কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করতে পারে।

তিনি বলেন, দুর্নীতি একটি মানসিক রোগ। এই ধরণের মানসিক রোগের একমাত্র চিকিৎসা হচ্ছে তাদের বিরুদ্ধে মামলা করা। বিচারের আওতায় নিয়ে আসা।

তারিক/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে