ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি ২০২৫
Sharenews24

মন্ত্রী-সচিব সৎ থাকলে মন্ত্রণালয় দুর্নীতিগ্রস্ত হতে পারে না: কাদের

২০২৪ জুলাই ০৩ ১৮:৩১:০৬
মন্ত্রী-সচিব সৎ থাকলে মন্ত্রণালয় দুর্নীতিগ্রস্ত হতে পারে না: কাদের

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজনীতিতে বিএনপি এখন বেপরোয়া চালক, বিএনপি এখন রিমোট কনট্রোলে আকাশ পথে চলে।

বুধবার (০৩ জুলাই) আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে সাভার হেমায়েতপুর বাস স্ট্যান্ডে আলোচনা সভার আয়োজন করেছে ঢাকা জেলা আওয়ামী লীগ। সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন কাদের।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা তারেক আতঙ্কে আছেন, কখন কার ডাক আসে। বিএনপি আন্দোলনের হাত ভেঙে গেছে, এখন তারা পরনির্ভর। শিক্ষক আন্দোলন, কোটা আন্দোলনে ভর করেছে বিএনপি।

তিনি বলেন, যারা গঙ্গার পানির কথা বলতে ভুলে যায় তাদের মুখে তিস্তার পানি নিয়ে কথা বলা মানায় না। তিস্তার পানির বাংলাদেশ অংশ শেখ হাসিনাই আনবে।

তিনি আরও বলেন, শেখ মুজিবের পর শেখ হাসিনা ছাড়া আর কোনো সৎ নেতা আসেনি বাংলাদেশে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দুর্নীতির বিরুদ্ধে এক সাথে লড়তে হবে। বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করেই ছাড়বো। মন্ত্রী ও সচিব সৎ থাকলে সেই মন্ত্রণালয় দুর্নীতিগ্রস্ত হতে পারে না।

মন্ত্রী বলেন, আন্দোলনে আপত্তি নেই। কিন্তু রাস্তা বন্ধ, গাড়িতে আগুন এসব প্রশ্রয় দেয়া হবে না।

তারিক/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে