ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

দুর্নীতি নিয়ে বিস্ফোরক মন্তব্য ড. মিজানের

‘মাননীয় প্রধানমন্ত্রীর চারপাশে শুধু চাটার দল’

২০২৪ জুলাই ০২ ২২:০৭:৩১
‘মাননীয় প্রধানমন্ত্রীর চারপাশে শুধু চাটার দল’

নিজস্ব প্রতিবেদক : জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান দুর্নীতির বিরুদ্ধে লড়াই নিয়ে আয়োজিত এক সেমিনারে বিস্ফোরক মন্তব্য করেছেন।

আজ মঙ্গলবার (০২ জুলাই) রাজধানীর গুলশানে আয়োজিত সেমিনারে ড. মিজানুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলতেন আমার চারপাশে শুধু চাটার দল’। এখন আমি দেখছি ‘বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর চারপাশে শুধু চাটার দল। এই চাটার দলের হাত থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে রক্ষায় আমাদের সকলকে এগিয়ে আসতে হবে।’

বেসরকারি গবেষণা ও মানবাধিকার সংস্থা এম্পাওয়ারমেন্ট থ্রু ল অফ দ্য কমন পিপল (এলকপ) মঙ্গলবার গুলশানের সিক্স সিজন্স হোটেলে ‘বাংলাদেশে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে প্রতিবন্ধকতা ও সম্ভাবনাসমূহ’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে।

অনুষ্ঠানের স্বাগত ও সমাপনী বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ এবং বাংলাদেশ অর্থনৈতিক সমিতির সভাপতি ড. কাজী খলীকুজ্জমান আহমদ। বিশিষ্ট বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংকের প্রধান আইন উপদেষ্টা ব্যারিস্টার মাসুদ আখতার।

অধ্যাপক ড. মিজানুর রহমান আরো বলেন, দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে হবে। সবাই বলে যুদ্ধটা কে শুরু করবে। কোথা থেকে শুরু করবে। আমি মনে করি এ যুদ্ধটা শুরু করবে স্বরাষ্ট্র মন্ত্রনালয় থেকে। শুনি আইজিপি বেনজীর বিদেশে চলে গেছে। কথা হলো বেনজীর কিভাবে ‘বেনজীর’ হয়ে গেল? এমনি হয়েছে?

তিনি বলেন, বেনজীর অন্যদের সহযোগীতায় বিদেশ চলে গেছে। কারা করলো সহযোগীতা? সুতরাং এই দুনীতির সঙ্গে বিরাজ সংখ্যক মানুষ জড়িত।

এই সময় মঞ্চে থাকা ড. কাজী খলীকুজ্জমান আহমদ ড. মিজানুর রহমানকে লক্ষ্য করে বলেন, ‘অনেকের নাম চলে আসবে তাই বেনজীরকে পালাতে সহায়তা করেছে। ড. মিজানুর রহমান বলেন, ‘হ্যা অনেকের নামতো চলে এসেছে।’

ড. মিজান কথা বলেছেন আমলাদের কর্মকান্ড নিয়েও। আমলাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমলাদের বলি আপনারা আপনাদের আচরণ পরিবর্তন করুন। দেশের জনগণের কথা ভাবুন।’

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশে তার এক ভাষণে বলেছিলেন ‘এই বাংলার কৃষক ও শ্রমিকরা দুর্নীতি করে না, দুর্নীতি করে শিক্ষিত ব্যক্তিরা।’ আমরাই এই শিক্ষিত সমাজের অংশ। সুতরাং আমাদের উচিত দুর্নীতিবাজদের খুঁজে বের করে তাদের সামাজিকভাবে বয়কট করা, তাদের জবাবদিহিতা নিশ্চিত করে তাদেরকে শাস্তির সম্মুখীন করা।

সেমিনারে মুক্ত আলোচনায় সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, মানবাধিকার কর্মীরা অংশ নেন।

এএসএম/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে