ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

অবৈধ সম্পদ অর্জন : সাবেক অতিরিক্ত আইজিপি ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট

২০২৪ জুলাই ০২ ২১:৪৪:৪৫
অবৈধ সম্পদ অর্জন : সাবেক অতিরিক্ত আইজিপি ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট

নিজস্ব প্রতিবেদক : অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ড. শামসুদ্দোহা খন্দকার ও তাঁর স্ত্রী ফেরদৌসী খন্দকারের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ মঙ্গলবার (০২ জুলাই) মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক খোরশেদ আলম ঢাকার মহানগর দায়রা জজ আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

এর আগে ২০১৯ সালের ২১ জানুয়ারি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ এনে এই মামলা করে দুদক। মামলায় ড. শামসুদ্দোহার বিরুদ্ধে ৮ কোটি ৪৪ লাখ ১০ হাজার ২২১ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ২ কোটি ৮৭ লাখ ৩ হাজার ৩৮৩ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে।

সাবেক এই অতিরিক্ত আইজিপির অবৈধ সম্পদ অর্জন এবং তথ্য গোপনে সহযোগিতা করেন তাঁর স্ত্রী ফেরদৌসী খন্দকার।

এএসএম/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে