ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি ২০২৫
Sharenews24

এমন বৃষ্টি কতদিন, জানাল আবহাওয়া অধিদপ্তর

২০২৪ জুলাই ০২ ১২:২২:৩৯
এমন বৃষ্টি কতদিন, জানাল আবহাওয়া অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক : আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ুর সক্রিয়তা ও বঙ্গোপসাগরের লঘুচাপের প্রভাবে চলমান বৃষ্টি থাকবে শনিবার পর্যন্ত।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান মঙ্গলবার (০২ জুলাই) সকালে জানান, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত দেশের সকল নদী বন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যাওয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

মঙ্গলবার প্রথম সকালের বৃষ্টিতে জলাবদ্ধতা ও যানজটে ভোগান্তিতে পড়ে নগরের অফিসগামী মানুষ। চরম ভোগান্তিতে পড়ে এইসএসসি পরীক্ষার্থীরা। যানবাহন সংকটে অনেকে ভিজেই আসেন পরীক্ষা দিতে। ফলে অভিভাবকদের মুখে দেখা দেয় চিন্তার ছাপ।

এদিকে ভারী বৃষ্টিপাত ও ভারতের উজানের পানিতে ফেনীর মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় জেলার ফুলগাজী ও পরশুরাম উপজেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

জেলা প্রশাসন জানিয়েছে, মুহুরী নদীর বাঁধ ভেঙে ফুলগাজী ও পরশুরাম উপজেলার বেশ কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে। শিক্ষার্থীদের কথা বিবেচনা করে আজকের পরীক্ষা স্থগিতের ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছিল।

তারিক/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে