ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি ২০২৫
Sharenews24

সাবেক সংসদ সদস্য নাদিম মোস্তফা মারা গেছেন

২০২৪ জুন ৩০ ১৩:৫৫:০৪
সাবেক সংসদ সদস্য নাদিম মোস্তফা মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী-৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট নাদিম মোস্তফা মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (৩০ জুন) বেলা ১১টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতাল তিনি ইন্তেকাল করেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। মরহুমকে দেখতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসপাতালে গিয়েছেন বলেও জানান শায়রুল। এর আগে, গুলশানের বাসায় দুপুর পৌনে ১২টায় অজ্ঞান হয়ে পড়েন নাদিম মোস্তফা। এ সময় তাকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, বানেশ্বর, দুর্গাপুর ও রাজশাহী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তিনটি জানাজা শেষে মরদেহ হেতেমখাঁ কবরস্থানে দাফন করা হবে।

উল্লেখ্য, নাদিম মোস্তফা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে রাজশাহী-৪ (বাঘমারা) আসন থেকে ১৯৯৬ সালের সপ্তম ও ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

এ ছাড়া ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে রাজশাহী-৫ আসন থেকে পরাজিত হয়েছিলেন।

তারিক/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে