ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
Sharenews24

নতুন গাড়ি কেনা নিয়ে গুঞ্জন, যা বললেন অপু বিশ্বাস

২০২৪ জুন ২৭ ১৮:৪৫:০০
নতুন গাড়ি কেনা নিয়ে গুঞ্জন, যা বললেন অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস সম্প্রতি নতুন একটি গাড়ি কিনেছেন। হাভাল ব্র্যান্ডের জলিয়ন মডেলের সাদা রঙের একটি গাড়ি নিয়েছেন তিনি। বর্তমানে এই গাড়িটির বাজারমূল্যর ৪২ থেকে ৪৫ লাখ টাকা।

জানা যায়, এই নায়িকার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার ১০ লাখ অতিক্রম করেছে। এক বছর না যেতেই তার চ্যানেলটিতে মিলিয়ন সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। ভক্তদের ভালোবাসায় হয়েছেন মিলিয়নিয়ার।

হাভাল বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দেওয়া এক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। যেখানে গাড়ির সঙ্গে নায়িকার দাঁড়িয়ে থাকা একটি ছবিও প্রকাশ করা হয়েছে।

নতুন গাড়িটি কেনা প্রসঙ্গে অপু বিশ্বাস গণমাধ্যমকে বলেন, আপনারা সবাই জানেন আমার লাল রঙের একটি অডি গাড়ি ছিল। মূলত, সেটি বিক্রি করেই আমার এই নতুন গাড়িটি কেনা।

তিনি বলেন, অডি গাড়িটি বিক্রি করে হাভাল ব্র্যান্ডের জলিয়ন মডেলের সাদা রঙের গাড়িটি নিয়েছি। পাশাপাশি আগের গাড়ি বিক্রি করে যে টাকা পেয়েছি, সেটা থেকে নতুন গাড়ি কেনার পরেও কিছু টাকা সেভিংস করেছি।

এদিকে অভিনেত্রীর ফেসেবকুর পোস্টের কমেন্টে নেটিজেনরা কেউ কেউ বলছেন অপুকে শাকিব খান গাড়িটি উপহার দিয়েছেন।

বিষয়টি নিয়ে অপু বিশ্বাস বলেন, আসলে আমি বুঝি না কেন বারবার মানুষের শাকিব খানকে জড়িয়েই কথা বলতে হবে? আসলে এইসব এখন আমার আর ভালো লাগে না। এ কথায় বলব, আমার গাড়ি কেনা নিয়ে শাকিব খানকে জড়িয়ে যা বলা হচ্ছে, তা ভিত্তিহীন।

তারিক/

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে