ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি ২০২৫
Sharenews24

নরসিংদীর আকাশে আমিরাতগামী ফ্লাইটের ৩ ঘন্টা চক্কর

২০২৪ জুন ২৫ ০৬:০৩:৪৫
নরসিংদীর আকাশে আমিরাতগামী ফ্লাইটের ৩ ঘন্টা চক্কর

নিজস্ব প্রতিবেদক : বন্দর নগরী চট্টগ্রাম থেকে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির উদ্দেশে রওনা হওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (বিজি-১২৭) পাইলটের সামনের কাচে (উইন্ডশিল্ড) ফাটল দেখা দেয়। এই কারণে ফ্লাইটটি আবুধাবি না গিয়ে ৩ ঘণ্টা ধরে নরসিংদীর আকাশে চক্কর দেয়।

এতে নরসিংদীর বেলাবো উপজেলার জনসাধারণের মধ্যে আতঙ্ক দেখা দেয়। তারা পুলিশের ৯৯৯ নম্বরে ফোন করে সাহায্য চায়। পরে সোমবার (২৪ জুন) দিবাগত রাত ১টা ২০ মিনিটে নিরাপদে ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, ফ্লাইটটির উইন্ডশিল্ডে ফাটল দেখা দেওয়ায় এটি তাৎক্ষণিক অবতরণের সিদ্ধান্ত নেয়। এজন্য নিয়ম অনুযায়ী ফ্লাইটটি আকাশে চক্কর দিয়ে জ্বালানি পোড়াতে থাকে। ঢাকা বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) টাওয়ার ফ্লাইটটিকে নরসিংদীর আকাশে চক্কর দেওয়ার নির্দেশনা দেয়।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন, ‘ফ্লাইটটির টেকনিক্যাল ফল্ট হয়েছিল। আলহামদুলিল্লাহ এটি নিরাপদে অবতরণ করেছে’।

এএসএম/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে