ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি ২০২৫
Sharenews24

হজের প্রথম ফিরতি ফ্লাইটে ঢাকায় ফিরলেন ৪১৭ যাত্রী

২০২৪ জুন ২১ ০৯:৫২:৪৭
হজের প্রথম ফিরতি ফ্লাইটে ঢাকায় ফিরলেন ৪১৭ যাত্রী

নিজস্ব প্রতিবেদক : হজ শেষে প্রথম ফিরতি ফ্লাইটে ৪১৭ জন যাত্রী দেশে ফিরেছেন। শুক্রবার (২১ জুন) ভোর ৫টা ৪০ মিনিটে হাজিদের বহনকারী বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এ সময় বিমানবন্দরে হাজিদের স্বাগত জানাতে স্বজনদের পাশাপাশি উপস্থিত ছিলেন বেবিচক চেয়ারম্যান, বিমানের এমডিসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিমানের এমডি জানান, ফিরতি হজ ফ্লাইট ভোগান্তিহীন করতে সর্বাত্মক প্রস্তুতি রয়েছে।

এ বছর বাংলাদেশ থেকে সরকারি হজযাত্রীর কোটা ছিল ৪ হাজার ৫৬২ ও বেসরকারি হজযাত্রীর কোটা ৮০ হাজার ৬৯৫।

বেবিচক চেয়ারম্যান বলেন, হাজিদের যাওয়া-আসার পথে সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পেরেছি। তৃতীয় টার্মিনাল চালু হলে, হজ ব্যবস্থাপনা আরও সুচারুভাবে হবে।

৯ মে থেকে ১২ জুন পর্যন্ত সৌদি আরব যাওয়ার ফ্লাইট পরিচালিত হয়েছে ২১৮টি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ১০৬টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৭৫টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৩৭টি।

এসব ফ্লাইটে সর্বমোট ৮৫ হাজার ২২৫ হজযাত্রী সৌদি আরবে যান।

তারিক/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে