ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

দুর্নীতিবাজ আমলাদের থামাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন ড. মোমেন

২০২৪ জুন ২০ ২০:২৫:২০
দুর্নীতিবাজ আমলাদের থামাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন ড. মোমেন

নিজস্ব প্রতিবেদক : আমাদের দেশের আমলাদের একটি অংশ দুর্নীতিপরায়ণ হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

আজ বৃহস্পতিবার (২০ জুন) বিকেলে জাতীয় সংসদের বাজেট আলোচনায় অংশ নিয়ে সাবেক এই মন্ত্রী বলেন, দুর্নীতির কারণে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। দুর্নীতিবাজ আমলাদের থামাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন তিনি।

ড. এ কে আবদুল মোমেনের মতে, প্রতি বছর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পদের হিসাব প্রদান বাধ্যতামূলক করা দরকার। সরকারি প্রকল্পের ব্যয় কমানো ও রাজস্ব বাড়ানোর দিকে নজর দেওয়ার তাগিদ দেন আবদুল মোমেন।

দুর্নীতিবাজদের কঠোর শাস্তির আওতায় আনলেই দুর্নীতি কমবে বলে মন্তব্য করেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী । ঢালাওভাবে কালো টাকা সাদা করার সুযোগের বিষয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, এতে সৎ করদাতারা নিরুৎসাহিত হবেন।

এএসএম/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে