ঢাকা, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
Sharenews24

বিষাক্ত মদ পানে ২৫ জনের মৃত্যু

২০২৪ জুন ২০ ১৬:০৩:০৬
বিষাক্ত মদ পানে ২৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের তামিলনাড়ুর কাল্লাকুরিসি জেলায় বিষাক্ত অ্যালকোহল পান করে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। আরও ৬০ জন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। খবর এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এমন অস্বাভাবিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেছেন, এভাবে মৃত্যুর খবরে আমি গভীরভাবে শোকাহত। এই অপরাথের সাথে যারা জড়িত তাদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

এছাড়া তাদের বিরুদ্ধে দ্রুত যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দিয়েছেন তিনি। সমাজকে ধ্বংস করে এমন অপরাধ কঠোর হস্তে দমনের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

তামিলনাড়ুর রাজভবনের এক বিবৃতিতে বলা হয়েছে, এমন করুণ মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্থানীয় প্রশাসন। এছাড়া যারা এখন অসুস্থ হয়ে মৃত্যুর দ্বারপ্রান্তে রয়েছে তাদের যথাযথ চিকিৎসা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

এভাবে বিষাক্ত মদ খেয়ে ক্রমাগত মৃত্যুর খবরে উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যপাল সরকার।

তারিক/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে