ঢাকা, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
Sharenews24

যে ইস্যুতে চীনকে সতর্ক করলো যুক্তরাষ্ট্র

২০২৪ জুন ১৯ ২১:১৩:৫০
যে ইস্যুতে চীনকে সতর্ক করলো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক : চীনের সামরিক সহায়তা ইউক্রেনের যুদ্ধকে দীর্ঘায়িত করছে বলে দেশটিকে সতর্ক করেছে ওয়াশিংটন। মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোট এর আগেও একই ইস্যুতে চীনকে সতর্ক করেছিল।

তখন ন্যাটোর মহাসচিব হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছিলেন, রাশিয়াকে সমর্থন দেয়া অব্যাহত রাখায় চীনকে ‘পরিণতি’ ভোগ করতে হবে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেছেন, রাশিয়ার মিত্র চীনের ওপর যুক্তরাষ্ট্রের অভিযোগ যে দেশটির সামরিক সহায়তার কারণে ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত হচ্ছে এটা বন্ধ হওয়া উচিত।

চীনের গুরুত্বপূর্ণ সমর্থন নিয়ে যুদ্ধের মেশিন চালিয়ে যাচ্ছে রাশিয়া। এটা বন্ধ করতে হবে। ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন ব্লিনকেন।

এদিকে বিষয়টি নিয়ে পশ্চিমারা বলছে, চীন একদিকে রাশিয়াকে সহায়তা করছে এবং অন্যদিকে ইউরোপের সঙ্গে বাণিজ্য চালিয়ে যাচ্ছে। এমনটা মেনে নেয়া যায়না। চীন এভাবে দ্বিমুখী ভূমিকায় থাকতে পারবে না।

আর রাখঢাক না রেখেই এখন সেই কথা জোরেশোরে বলছেন স্টলটেনবার্গ। অন্যদিকে ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই নিজেকে ‘নিরপেক্ষ’ বলে ঘোষণা করে আসছে চীন।

বেইজিংয়ে দাবি, তারা রাশিয়া বা ইউক্রেন কাউকেই প্রাণঘাতী সমরাস্ত্র দিয়ে সহায়তা করছে না।

তারিক/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে