ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি ২০২৫
Sharenews24

বিদেশে পড়তে ইচ্ছুক শিক্ষার্থীদের বড় সুখবর দিল সরকার

২০২৪ জুন ১৯ ২০:২৮:২৪
বিদেশে পড়তে ইচ্ছুক শিক্ষার্থীদের বড় সুখবর দিল সরকার

নিজস্ব প্রতিবেদক : প্রতিবছর হাজার হাজার শিক্ষার্থী পড়াশোনার উদ্দেশে বিদেশে পাড়ি জমায়। প্রতি সেমিস্টারে শত শত ডলার টিউশন ফি পাঠাতে হয় অভিভাবকদের। এটি বাংলাদেশ থেকে রেমিট্যান্স বা টিউশন ফি হিসেবে বিদেশে যায়।

এই টিউশন ফির ওপর সুখবর দিয়েছে সরকার। এখন থেকে টিউশন ফির ওপর কর আরোপ করা হবে না। প্রস্তাবিত ২০২৪-২৫ বাজেটে এই ধরনের সুযোগ রেখেছে সরকার।

২০২৪-২৫ অর্থবছরের বাজেটে টিউশন ফিসহ ছয় ধরনের কাজে বিদেশে অর্থ পাঠাতে উৎসে কর কেটে রাখার বিষয় পরিষ্কার করা হয়েছে ।

অন্য পাঁচটি খাত হলো—বিদেশের কোনো কর্তৃপক্ষকে অর্থ পরিশোধ, পেশাজীবী সংগঠনের চাঁদা পরিশোধ, বিদেশে অবস্থিত কোনো প্রতিষ্ঠানের লিয়াজোঁ অফিস, বিদেশে পণ্য উন্নয়ন ও বাজারজাতকরণ ও নিরাপত্তা জামানত।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর কর্মকর্তারা জানান, ডলার–সংকটের কারণে অনেক ব্যাংক বিদেশে টিউশন ফি বাবদ ডলার পরিশোধে অনীহা দেখায়। এখন এই ডলারে টিউশন ফি পরিশোধে উৎসে কর কাটা হবে না। ফলে টিউশন ফির অর্থ পাঠাতে ভোগান্তি কিছুটা কমবে।

এএসএম/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে