ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

ভারতে দ্বিপাক্ষিক সফরে প্রধানমন্ত্রী যা যা করবেন

২০২৪ জুন ১৯ ১৯:৫৪:৪৯
ভারতে দ্বিপাক্ষিক সফরে প্রধানমন্ত্রী যা যা করবেন

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের আগামী ২১ জুন নয়াদিল্লী যাচ্ছেন। শুক্রবার বেলা ২টায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী। তিনি ২১-২২ জুন নয়াদিল্লী অবস্থান করবেন বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে।

সফরকালে প্রধানমন্ত্রী ২২ জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে আনুষ্ঠানিক বৈঠকে মিলিত হবেন। ভারতের প্রধানমন্ত্রীর সাথে হায়দ্রাবাদ হাউসে বাংলাদেশের প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক অনুষ্ঠিত হওয়া কথা রয়েছে।

সেখানে প্রতিনিধি পর্যায়ে আলোচনা এবং দুই দেশের মধ্যে স্বাক্ষরিত এমওইউ ও চুক্তি বিনিময় এবং দুই নেতার প্রেস বিবৃতি প্রদানের জন্য নির্ধারিত রয়েছে।

সফরের শুরুর দিন ২১ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবাসস্থলে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাত করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর।

২২ জুন বিকালে ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখার এর সাথে তাঁর সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাক্ষাত করবেন।

উপরাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুনরায় ভারতের রাষ্ট্রপতি ভবনে গমন করবেন। এসময় ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সাক্ষাত অনুষ্ঠিত হবে।

দুদিনের এই সফর শেষে ২২ জুন স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইট যোগে ঢাকার উদ্দেশ্যে নয়া দিল্লির পালাম বিমানবন্দর ত্যাগ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে