ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি ২০২৫
Sharenews24

হঠাৎ খালেদা জিয়ার বাসায় বিএনপির শীর্ষ নেতারা

২০২৪ জুন ১৭ ২৩:৩৬:৫৬
হঠাৎ খালেদা জিয়ার বাসায় বিএনপির শীর্ষ নেতারা

নিজস্ব প্রতিবেদক : কারাবন্দি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় দেখা করেছেন দলটির স্থায়ী কমিটি সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনসহ শীর্ষ নেতারা।

আজ সোমবার (১৭ জুন) রাত ৮ টার দিকে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন নেতারা। স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে ছিলেন খন্দকার মোশাররফ হোসেন, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান।

সাক্ষাৎ শেষে স্থায়ী কমিটি সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন সাংবাদিকদের বলেন, প্রতি ঈদেই নেত্রীর সাথে সাক্ষাৎ করি। এখানে রাজনীতি নিয়ে কোনো কথা হয়নি।

তবে দেশের যে আর্থিক অবস্থা, দৈন্যদশার কারণে আজ সব মানুষ আনন্দের সাথে ঈদ করতে পারেনি, এসব বিষয়ে কথা হয়েছে।

তিনি বলেন, ‘এজন্য দুঃখ প্রকাশ করেছেন খালেদা জিয়া। পাশাপাশি সবাই যাতে ভালোভাবে আনন্দের সাথে ঈদ পালন করতে পারে সেজন্য দোয়া করেছেন বেগম খালেদা জিয়া।’

স্থায়ী কমিটির সদস্যদের সাক্ষাতের পরে দলের ভাইস চেয়ারম্যান মেজর হাফিজ উদ্দিন আহমেদ, আবদুল্লাহ আল নোমান, বরকত উল্লাহ বুলু, আবদুল আউয়াল মিন্টু, শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা সুজা উদ্দিন, আবদুল কাইয়ুম, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বিএনপি চেয়ারপারসনের সাথে দেখা করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

মিজান/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে