ঢাকা, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
Sharenews24

হজের দিন মক্কা থেকে ৪ কোটি ২২ লাখ মোবাইল কল 

২০২৪ জুন ১৭ ২২:৩৯:৪৮
হজের দিন মক্কা থেকে ৪ কোটি ২২ লাখ মোবাইল কল 

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের মক্কা নগরী থেকে হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর মোবাইল ফোনে আভ্যন্তরীণ ও দেশের বাইরে মোট ৪ কোটি ২২ লাখ কল করা হয়েছে।

হজের শেষ দিনে করা মোবাইল ফোনের মধ্যে ৩ কোটি ৬৩ লাখ কল ছিলো সৌদি আরবের ভেতরে। আর বাকি ৫৯ লাখ কল গেছে দেশের বাইরে।

সৌদি আরবের কমিউনিকেশনস, স্পেস অ্যান্ড টেকনোলজি কমিশনকে উদ্ধৃত করে সৌদি গেজেট এই তথ্য প্রকাশ করে করেছে।

পরিসংখ্যানে দেখা যায়, এদিন ডেটার ব্যবহার ৫.৬১ হাজার টেরাবাইটে পৌঁছে, যা ১ হাজার ৮০ পিক্সেল ফুল এইচডিতে ২৩ লাখ ঘণ্টা ভিডিও দেখার সমান।

এই হিসাবে এক দিনে মাথা পিছু ৭৬২ মেগাবাইট ডেটা ব্যবহার হয়েছে, যা বৈশ্বিক গড় ব্যবহার ৩৮০ মেগাবাইটের দ্বিগুণ।

এদিন মোবাইল ইন্টারনেটে ডাউনলোড স্পিড ছিলো সেকেন্ডে গড়ে ৩৮৬.৬৬ মেটাবিট, আপলোড স্পিড ছিলো সেকেন্ডে গড়ে ৪৮.৭৯ মেগাবিট।

সৌদি আরবের তথ্য প্রযুক্তি খাত তার প্রযুক্তিগত প্রস্তুতি এবং দক্ষ কর্মীদের মাধ্যমে উচ্চ ডাউনলোড গতি নিশ্চিত করে গ্রাহকদের চাহিদা পূরণ করছে।

সৌদি গেজেট জানিয়েছে, এটি হজযাত্রীদের স্থানীয় এবং আন্তর্জাতিক কলের সুবিধাও নিশ্চিত করছে বলেও উল্লেখ করেছে সৌদি গেজেট।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে