ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি ২০২৫
Sharenews24

ঈদের দিন যেসব এলাকায় ভারি বৃষ্টির সম্ভাবনা

২০২৪ জুন ১৬ ১৫:৪৫:২৭
ঈদের দিন যেসব এলাকায় ভারি বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক : আগামীকাল সোমবার (১৭ জুন) সারাদেশে পালিত হবে পবিত্র ঈদুল আজহা।

ওইদিন ঈদ জামাত কিংবা পশু কোরবানির সময় বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে সকলের মধ্যে রয়েছে এক ধরনের দু:শ্চিন্তা।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঈদের দিন সোমবার দেশের কয়েকটি বিভাগে ভারি কিংবা অতি ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ঈদের দিন রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, এবং চট্টগ্রাম ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিস বলছে, রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় দমকা বাতাসসহ প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

ওই তিন বিভাগের ৭৫ থেকে শতভাগ জায়গায় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারি থেকে অতিভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

তারিক/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে