ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি ২০২৫
Sharenews24

নিয়ম অমান্য করায় লঞ্চকে ধাওয়া দিয়ে ধরলেন ম্যাজিস্ট্রেট

২০২৪ জুন ১৫ ১৫:৩২:০৮
নিয়ম অমান্য করায় লঞ্চকে ধাওয়া দিয়ে ধরলেন ম্যাজিস্ট্রেট

নিজস্ব প্রতিবেদক : যাত্রী ধারণের নিয়ম লঙ্ঘন করে অতিরিক্ত যাত্রী বহনের দায়ে লক্ষ্মীপুরে এমভি পারিজাত-১ নামের একটি লঞ্চের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট।

শনিবার (১৫ জুন) দুপুরে সদরের মজু চৌধুরীর হাটের লঞ্চ ঘাট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা আদায় করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুজিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ ট্রাফিক ইন্সপেক্টর আবদুর রহমান, নৌপুলিশের সহকারী উপপরিদর্শক মো. সাইফুজ্জামান।

জানা যায়, ঈদুল আজহা উপলক্ষে লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল নৌরুটে যাত্রীদের উপচে পড়া ভিড় ছিল। এ সুযোগে লঞ্চগুলো সরকারের নির্দেশনা অমান্য করে ঝুঁকি নিয়ে অতিরিক্ত যাত্রী পরিবহণ করে। এমন অভিযোগে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মজুচৌধুরীর হাট লঞ্চঘাট এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় এমভি পারিজাত-১ নামে একটি লঞ্চ অতিরিক্ত যাত্রী পরিবহন করে ভোলার উদ্দেশ্য রওনা হয়। বারবার বারণ করা সত্ত্বেও লঞ্চটি না থেমে চলতে থাকে। পরে স্পিডবোটে ধাওয়া করে মাঝ নদীতে লঞ্চটি থামানো হয় এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুজিবুর রহমান বলেন, ঈদ এলেই লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল নৌরুটে ঘরমুখো যাত্রীদের ভিড় থাকে। এ সুযোগে কিছু অসাধু মালিকের লঞ্চ ঝুঁকি জেনেও অতিরিক্ত যাত্রী নিয়ে নদীপথে যাতায়াত করে। এই অভিযোগ পেয়ে ঘাটে গিয়ে অতিরিক্ত যাত্রী বহনের দায়ে একটি লঞ্চকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি বলেন, যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে এ অভিযান অব্যাহত থাকবে।

মোর্শেদ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে