ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি ২০২৫
Sharenews24

আনার হত্যা: রিমান্ডে থাকা মিন্টুর বিষয়ে যা বললেন কাদের

২০২৪ জুন ১৪ ২৩:২৮:৩২
আনার হত্যা: রিমান্ডে থাকা মিন্টুর বিষয়ে যা বললেন কাদের

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডে রিমান্ডে থাকা ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে এখনই অপরাধী বলা ঠিক হবে না।

শুক্রবার (১৪ জুন) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এই কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘মামলা হওয়ার আগে কিংবা শাস্তি ঘোষণার আগে কাউকে অপরাধী বলা ঠিক নয়। এটাই নিয়ম।’

তিনি বলেন, ‘জেলার সাধারণ সম্পাদক রিমান্ডে–এমন উদাহরণ কী বিএনপি ও জেনারেল এরশাদের আমলে আছে? আওয়ামী লীগের বিচার করার সৎ সাহস আছে।’

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, অ্যাডভোকেট আফজাল হোসেন, সুজিত রায় নন্দী, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

মোর্শেদ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে