ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫
Sharenews24

চূড়ান্ত ছাড়পত্র নিয়েও কেন শ্রমিকরা মালয়েশিয়া যেতে পারেনি?

২০২৪ জুন ১২ ১৯:৫২:০৩
চূড়ান্ত ছাড়পত্র নিয়েও কেন শ্রমিকরা মালয়েশিয়া যেতে পারেনি?

নিজস্ব প্রতিবেদক : অভিবাসন বিশ্লেষকরা মনে করছেন, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) থেকে ছাড়পত্র পেয়েও মালয়েশিয়া যেতে পারেনি এমন লোকের প্রকৃত সংখ্যা জানা গুরুত্বপূর্ণ। এই শ্রমিকদের অন্য কোন দেশে পাঠানো যেতে পারে বলে পরামর্শ দিয়েছেন তারা।

তবে রিক্রুটিং এজেন্সিগুলো স্বেচ্ছায় কর্মী পাঠায়নি এমনটি নয় বলে জানিয়েছেন জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রার মহাসচিব আলীর হায়দার চৌধুরী।

জানা গেছে, মালয়েশিয়া সরকারের ঘোষণা অনুযায়ী ১৪টি দেশের শ্রমিকদের প্রবেশের শেষ দিন ৩১ মে থাকলেও অনেক শ্রমিক বাংলাদেশ ছাড়তে পারেনি।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, এই সংখ্যা প্রায় ১৭ হাজার যাদের সবারই ছিলো জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর ছাড়পত্র। মালয়েশিয়া যেতে না পারা শ্রমিকদের মধ্যে ৩ হাজার জন মন্ত্রণালয়ে অভিযোগ করেছে।

এ নিয়ে মঙ্গলবার এক প্রতিক্রিয়ায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী জানিয়েছেন, বিপুল সংখ্যক কর্মী মালয়েশিয়ায় যেতে না পারার কারণ খুঁজতে গঠিত তদন্ত কমিটিকে আরও সময় দেয়া হয়েছে।

তবে অভিবাসন বিশ্লেষকরা বলছেন, মালয়েশিয়া যেতে পারছেন না এমন শ্রমিকদের সঠিক সংখ্যা ও তথ্য জানা জরুরি।

বায়রার সাধারণ সম্পাদক আলীর হায়দার চৌধুরী বলেন, শ্রমিকরা মালয়েশিয়া যেতে না পারার আসল কারণ মন্ত্রণালয়ের তদন্তের পরই বেরিয়ে আসবে। মহাসচিব বায়রা সংকট নিরসনে মন্ত্রণালয়কে সর্বোচ্চ সহযোগিতা দেওয়ার কথা বলছেন।

শেয়ারনিউজ, ১২ জুন ২০২৪

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে