ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫
Sharenews24

চট্টগ্রামে গার্মেন্টসে ভয়াবহ আগুন

২০২৪ জুন ১২ ১৩:১৭:৩৭
চট্টগ্রামে গার্মেন্টসে ভয়াবহ আগুন

নিজস্ব প্রতিবেদক : ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে চট্টগ্রামের আকবর শাহ থানার সিটি গেট সংলগ্ন গার্টেক্স গার্মেন্টস লিমিটেডে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। বুধবার (১২ জুন) বেলা ১১টায় গার্মেন্টসটির গুদামে এ আগুন লাগে।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আবদুল্লাহ।

ঘটনাস্থলে উপস্থিত গার্মেন্টসটির নিরাপত্তাকর্মী বিশ্বেন্দ্র দাশ গণমাধ্যমকে বলেন, গার্মেন্টসের গুদামে আগুন লাগার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিস, গার্মেন্টসের লোকজন ও স্থানীয়রা মিলে আগুন নেভানোর চেষ্টা করছে। মনে হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে। গুদামভর্তি সব কাপড় পুড়ে গেছে।

মো. আবদুল্লাহ বলেন, আগুন লাগার খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।

শেয়ারনিউজ, ১২ জুন ২০২৪

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে