ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫
Sharenews24

উড়াল দিয়েও ঝুঁকি এড়াতে আবার ঢাকায় অবতরণ করল বিমান

২০২৪ জুন ১১ ২১:২০:০৭
উড়াল দিয়েও ঝুঁকি এড়াতে আবার ঢাকায় অবতরণ করল বিমান

নিজস্ব প্রতিবেদক : ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ যাওয়ার জন্য ফিটজ এয়ারের একটি ফ্লাইট কলকাতা থেকে ফিরে ঢাকায় অবতরণ করে।

মঙ্গলবার (১১ জুন) সন্ধ্যায় বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম ফিটস এয়ারের বিমানটি শাহজালালে অবতরণ করার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিকেল ৪টা ৪০ মিনিটে ফ্লাইট নম্বর- ৯৫১৫ এয়ারবাসের এ-৩২০ মডেলের বিমানটি শারজাহর উদ্দেশে ছেড়ে যায়।

তিনি আরো জানান, বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়ার পরে কলকাতার আকাশ থেকে ফিলে এসে শাহজালাল বিমানবন্দরে ৭টা ২৭ মিনিটে অবতরণ করে।

কামরুল ইসলাম বলেন, ‘ইঞ্জিনে প্রেসার কম পাওয়ার কারণে ঝুঁকি এড়াতে বিমানটি ফিরে আসে। ফ্লাইটটিতে ১৪৫ জন যাত্রী ও ৭ জন ক্রু ছিলেন।’

শেয়ারনিউজ, ১১ জুন ২০২৪

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে