ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫
Sharenews24

আইএফআইসি’র উদ্যোগে চর এলাকায় আর্থিক সাক্ষরতা কার্যক্রম

২০২৪ জুন ১১ ১৮:০৭:০৭
আইএফআইসি’র উদ্যোগে চর এলাকায় আর্থিক সাক্ষরতা কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক : আইএফআইসি ব্যাংক পিএলসি এবং সুইস কন্টাক্ট বাংলাদেশ চর এলাকার সাধারণ মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে একসঙ্গে কাজ করছে।

সম্প্রতি আর্থিক সাক্ষরতা কর্মসূচির অংশ হিসেবে সুইস কনট্যাক্টের আওতাভুক্ত মেকিং মার্কেটস ওয়ার্ক (এমফোরসি) প্রকল্পের সঙ্গে যৌথ ভাবে রংপুরের গংগাচড়া উপজেলায় আর্থিক সাক্ষরতা কর্মসূচি পালন করেছে আইএফআইসি ব্যাংক।

আইএফআইসি ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ও এমফোরসি প্রকল্পের সরকারি লিয়াজো বিষয়ক উপদেষ্টা সুধাংশু শেখর বিশ্বাসের সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের রংপুর অফিসের নির্বাহী পরিচালক ( চলতি দায়িত্ব) মধুসূদন বণিক।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা।

এ সময় আরো উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ রফিকুল ইসলাম, মেকিং মার্কেটস ওয়ার্ক (এমফোরসি) প্রকল্প পরিচালক আব্দুল আওয়াল-সহ প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী চর অঞ্চলের কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের আইএফআইসি ব্যাংকের বিভিন্ন ব্যাংকিং পণ্য ও সেবা সম্পর্কে সম্যক ধারণা দেওয়া হয়।

শেয়ারনিউজ, ১১ জুন ২০২৪

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে