ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫
Sharenews24

বাজারে কোনো খাদ্যপণ্যের দাম বাড়েনি: ভোক্তার ডিজি

২০২৪ জুন ০৯ ১৬:১৭:৩২
বাজারে কোনো খাদ্যপণ্যের দাম বাড়েনি: ভোক্তার ডিজি

নিজস্ব প্রতিবেদক : প্রস্তাবিত বাজেটের পর বাজারে কোনো খাদ্যপণ্যের দাম বাড়েনি মন্তব্য করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান বলেছেন, এ নিয়ে কেউ কেউ বিভ্রান্তি ছড়াচ্ছে। তাই এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

রোববার (০৯ জুন) সকালে রাজধানীতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

সফিকুজ্জামান বলেন, চাহিদা থাকায় বাজারে মসলার দাম বেড়েছে তবে অন্যান্য পণ্যের দাম আগের মতোই আছে।

তিনি বলেন, এখনো অসাধু ব্যবসায়ী অনিরাপদ খাদ্য তৈরি করছে। যা খুবই অস্বাস্থ্যকর। এসব নিয়ন্ত্রণে দেশের প্রতিটি জেলায় এখন থেকে মনিটরিং করবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শেয়ারনিউজ, ০৯ জুন ২০২৪

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে