ঢাকা, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
Sharenews24

অনুমতি ছাড়া গণমাধ্যমে সাক্ষাৎকার নিষেধ করলেন ঢামেক পরিচালক

২০২৪ জুন ০৮ ১৯:১৯:৪২
অনুমতি ছাড়া গণমাধ্যমে সাক্ষাৎকার নিষেধ করলেন ঢামেক পরিচালক

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ডিএমএইচ) কর্মকর্তা-কর্মচারীরা কর্তৃপক্ষের অনুমতি ছাড়া গণমাধ্যমে সাক্ষাৎকার দেবেন না বলে চিঠি দিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।

মঙ্গলবার (০৪ জুন) ঢামেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামানের স্বাক্ষরিত এক চিঠিতে এই আদেশ দেওয়া হয়।

এতে বলা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আগত বিভিন্ন ইলেক্ট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার প্রতিনিধির সাথে অত্র হাসপাতালে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীরা কর্তৃপক্ষের অনুমতি ব্যতিত সাক্ষাৎকার বা বক্তব্য প্রদান থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো। এই কপিগুলো হাসপাতালসহ ১৩ টি বিভাগে পাঠানো হয়েছে।

নাম না প্রকাশের শর্তে অনেকেই বলেন, এর আগেও হাসপাতালে বেশ কয়েকজন পরিচালক এসেছেন। তারা এ ধরনের কোনো চিঠি ইস্যু করেননি। গণমাধ্যমের সাথে সবাই কথা বলে। তবে, কেন তিনি এ ধরনের চিঠি ইস্যু করলেন সে বিষয়টি আমরা বলতে পারছি না। এটার জবাব তিনিই ভালো দিতে পারবেন।

উল্লেখ্য, যেদিন তিনি চিঠি ইস্যু করেন সেই দিনে ঢাকা মেডিকেল থেকে সদ্য ভুমিষ্ট হওয়া নবজাতক চুরির অভিযোগ পাওয়া যায়। এই ঘটনায় ভুক্তভোগীর বাবা ও একটি মামলা দায়ের করেন শাহবাগ থানায়।

তবে ওইদিন বাচ্চা চুরির বিষয় নিয়ে সাংবাদিকদের ক্যামেরার সামনে কোন কথা বলেননি ঢামেক হাসপাতালের পরিচালক।

শেয়ারনিউজ, ০৮ জুন ২০২৪

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে