ঢাকা, মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫
Sharenews24

ফল দিয়ে সাজানো হল বরের গাড়ি

২০২৪ জুন ০৮ ১৪:০৫:২৫
ফল দিয়ে সাজানো হল বরের গাড়ি

নিজস্ব প্রতিবেদক : মৌসুমি ফল দিয়ে সাজানো হলো বরের গাড়ি। গাড়ি সাজাতে ৫০০টি লিচু ব্যবহার করা হয়েছে। এছাড়া তিনটি আনারস ছিল গাড়ির সামনে পেছনে এবং মাঝখানে। ছিল কিছু আম। গাড়ির সৌন্দর্য বাড়াতে কিছু আর্টিফিশিয়াল লতা-পাতা ব্যবহার করা হয়েছে। ঘটনাটি চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাটের।

শুক্রবার (৭ জুন) এমন ব্যতিক্রমী সাজের গাড়িতে চড়ে বর গেলেন শ্বশুরবাড়ি। বর নাজিরহাট পৌরসভার গুল মোহাম্মদ তালুকদার বাড়ির মৃত ফোরকান আহমদের ছেলে মোহাম্মদ মামুন।

তিনি বলেন, বড় ভাইয়ের ইচ্ছায় আমার বিয়ের গাড়িটি ফুলের পরিবর্তে মৌসুমি ফল দিয়ে সাজানো হল। গাড়িটি দেখতে মানুষের উৎসাহ দেখে আমার ভালো লেগেছে।

এমন সাজের বিষয়ে নুর কলি ইভেন্ট’র মালিক মোহাম্মদ আলাউদ্দিন ব্যতিক্রমী গণমাধ্যমকে বলেন, বরের গাড়ি মানেই ফুলের সমাহার। আর বরের গাড়ি দেখলে ছোট ছেলেমেয়েরা ছুটে এসে ফুল ছিঁড়ে ফেলে।

তিনি বলেন, তাদের খুশি রাখার জন্য আগে বিভিন্ন খাবারের প্যাকেট দিয়ে বরের গাড়ি সাজিয়ে ছিলাম। ওই গাড়ি দেখে ফুল ছিঁড়তে আসা ছেলেমেয়েরা খুশি হয়েছিল। এবার বরের গাড়ি সাজিয়েছি ফল দিয়ে। ব্যতিক্রমী এই আইডিয়া বরের পরিবার থেকে দেওয়া হয়েছিল।

শেয়ারনিউজ, ০৮ জুন ২০২৪

পাঠকের মতামত:

লাইফ স্টাইল এর সর্বশেষ খবর

লাইফ স্টাইল - এর সব খবর



রে