ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫
Sharenews24

বেনজীরের স্ত্রীর নামে কেনা জমি ফেরত চান মালিকেরা

২০২৪ জুন ০৭ ১২:০৮:৫৯
বেনজীরের স্ত্রীর নামে কেনা জমি ফেরত চান মালিকেরা

নিজস্ব প্রতিবেদক : সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের স্ত্রীর নামে মাদারীপুরে কেনা ৯০ একর জমি ফেরত চান জমির মালিকেরা।

এসব জমির মালিক বেশিরভাগই হিন্দুরা। তাদের অভিযোগ, ভয়-ভীতি দেখিয়ে নামমাত্র মূল্যে কেনা হয়েছে তাদের জমি।

বেনজীরের স্ত্রী জিসান মীর্জার নামে মাদারীপুরের রাজৈরে প্রায় ৯০ একর জমি কেনা হয়েছে। আদালতের নির্দেশে তার সম্পত্তি ক্রোকের খবরে মুখ খুলতে শুরু করেছেন এসব জমির মালিকেরা।

স্থানীয় কদমবাড়ী ইউনিয়নের বড়খোলা গ্রামের বাসিন্দা স্বরসতী রায়। তার অভিযোগ, ভয়-ভীতি দেখিয়ে তার ৩০ শতাংশ ফসলি জমি নামমাত্র মূল্যে কিনে নেয়া হয়েছে। আর দুলাল বালার তিন বিঘা জমি কিনে নেয়া হয়েছে মাত্র ৩ লাখ টাকায়।

জমি বিক্রি সম্পর্কে স্বরসতী রায় বলেন, ‘ভিক্ষা করে খাইলেও এই জমি আমি কোনোদিন বিক্রি করতাম না। আমি বেঁচে থাকা অবস্থায় সন্তানদেরও বেঁচতে দিতাম না। এখন তো বিক্রি করতেই হলো।’

এলাকার আরেক ভুক্তভোগী দুলাল বালা। তিনি বলেন, ‘আমাকে বলা হয়েছিল, আপনি যদি এই জমি না দেন তাহলে এখানে চাষ করবেন কিভাবে? এখানে চাষবাদ করার মতো তো কোনো কায়দা নেই। কারণ আমি তো এখানে বাউন্ডারি দিয়ে দেব।’

মাদারীপুরের জেলা প্রশাসক মো. মারুফুর রশিদ খান এই বিষয়ে সংবাদ মাধ্যমকে বলেন, কেউ অভিযোগ করলে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

তিনি বলেন, ‘অভিযোগ আনলে তখন আদালত যে সিদ্ধান্ত দেয়, সে অনুযায়ী প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা আমাদের পক্ষ থেকে দেওয়া হবে।’

শেয়ারনিউজ, ০৭ জুন ২০২৪

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে