ঢাকা, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
Sharenews24

রাষ্ট্রপতির সঙ্গে বশেমুরবিপ্রবিপি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

২০২৪ জুন ০৫ ২২:৫৪:০২
রাষ্ট্রপতির সঙ্গে বশেমুরবিপ্রবিপি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়সমূহের আচার্য মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর (বশেমুরবিপ্রবিপি)-এর উপাচার্য অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেন।

আজ বুধবার (০৫ জুন) দুপুরে রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনে এই সাক্ষাকার অনুষ্ঠিত হয়।

বশেমুরবিপ্রবিপি প্রতিনিধিদল রাষ্ট্রপতিকে বিশ্ববিদ্যালয়টির সামগ্রিক অগ্রগতি, সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত অবহিত করেন। রাষ্ট্রপতি ধৈর্য্য সহকারে তাঁদের কথা শোনেন এবং সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

প্রতিনিধিদলে ছিলেন বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য রাজনীতিবিদ ইসহাক আলী খান পান্না, বিশিষ্ট ব্যবসায়ী সিআইপি আসলাম সেরনিয়াবাত, অধ্যাপক ড. ফিরোজ আহমেদ এবং রেজিস্ট্রার ও সিন্ডিকেটের সদস্য সচিব ড. অলক কুমার সাহা।

শেয়ারনিউজ, ০৫ জুন ২০২৪

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে