ঢাকা, সোমবার, ২১ জুলাই ২০২৫
Sharenews24

এবার কোটা পুনর্বহালের প্রতিবাদে রাজপথে শিক্ষার্থীরা

২০২৪ জুন ০৫ ২২:১৭:০৯
এবার কোটা পুনর্বহালের প্রতিবাদে রাজপথে শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক : প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে বাতিল হওয়া কোটা পদ্ধতিকে পুনর্বহালের প্রতিবাদে এবার আন্দোলনে নেমেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আজ বুধবার (০৫ জুন) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে মিলিত হয়ে কোটা পদ্ধতি বাতিলের দাবি জানিয়ে নানা স্লোগান দিতে দেখা যায় তাদের।

এই সময় লাইব্রেরি থেকে সকল শিক্ষার্থী বের হয়ে এসে আন্দোলনে যোগ দেয়। ‘কোটা পদ্ধতি পুনর্বহাল মানি না মানবো না’, ‘কোটা পদ্ধতির বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’ ইত্যাদি নানা স্লোগান দেয় শিক্ষার্থীরা।

এর আগে আজ দুপুরে হাইকোর্ট সরকারি চাকরিতে বেতন কাঠামোর ৯ম থেকে ১৩তম গ্রেডে (আগের প্রথম ও দ্বিতীয় শ্রেণির) মুক্তিযোদ্ধা কোটাসহ কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেছেন।

যার ফলে সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহাল থাকবে। এই রায় ঘোষণা করেন বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ।

শেয়ারনিউজ, ০৫ জুন ২০২৪

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে