ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫
Sharenews24

ঢাবির প্রশ্নপত্রে বেনজীরের দুর্নীতি ও আনারের হানিট্র্যাপ

২০২৪ জুন ০৪ ০৯:৪৩:৫৮
ঢাবির প্রশ্নপত্রে বেনজীরের দুর্নীতি ও আনারের হানিট্র্যাপ

নিজস্ব প্রতিবেদক : পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের দুর্নীতির ঘটনার রেশ কাটার আগেই ভারতে খুন হয়েছেন ক্ষমতাসীন দলের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজিম আনার। তার স্বর্ণ চোরাচালানসহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকার তথ্য বেরিয়ে এসেছে।

বর্তমানে একের পর এক ঘটে যাওয়া এই দুটি ঘটনা এখন দেশজুড়ে আলোচনার তুঙ্গে। এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একটি বিভাগের একাডেমিক পরীক্ষার প্রশ্নপত্রে বেনজির দুর্নীতি ও আনার হানিট্র্যাপ নিয়ে প্রশ্ন উঠেছে।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা চলছে। নেটিজেনরা বলছেন, বিশ্ববিদ্যালয়গুলোতে এখনও সৃজনশীল প্রশ্ন প্রচলিত রয়েছে।

সোমবার (০৩ জুন) বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের মাস্টার্স প্রথম সেমিস্টারের ৫০২ নম্বর কোর্সের প্রথম ও দ্বিতীয় মিডটার্ম পরীক্ষায় বেনজীরের দুর্নীতি ও আনারের হানিট্র্যাপ প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছে। ওই কোর্সের শিক্ষক ছিলেন অধ্যাপক ড. এ.আই মাহবুব উদ্দিন আহমেদ।

এ প্রসঙ্গে ওই বিভাগের মাস্টার্সের এক শিক্ষার্থী গণমাধ্যমকে জানান, আজকের পরীক্ষায় স্যার যে প্রশ্ন করেছে সেটা আমাদের কোর্সের সাথে সাদৃশ্যপূর্ণ। কালমার্কসসহ বিভিন্ন মনীষীদের উক্তির সাথে সামঞ্জস্য রেখে তিনি এ প্রশ্ন করেছেন।

এই প্রশ্ন করার কারণে সাধারণ শিক্ষার্থীদের মাঝে কোনো মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়নি। স্যার যে প্রশ্ন করেছেন এটি সত্য ও বাস্তবতার নিরিখে।

প্রশ্নপত্রের ছবি দিয়ে ফেসবুকে একই বিভাগের আরেক সাবেক শিক্ষার্থী লিখেন, অধ্যাপক ড. এ.আই মাহবুব উদ্দিন আহমেদ স্যার! সমাজবিজ্ঞান বিভাগের একটি রত্ন। কোনোরকমে তার কোর্স থেকে বেঁচে গেলাম!

শেয়ারনিউজ, ০৪ জুন ২০২৪

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে