ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫
Sharenews24

পদোন্নতি পেলেন পুলিশের ১৪ কর্মকর্তা

২০২৪ জুন ০৩ ২৩:৫৫:০৪
পদোন্নতি পেলেন পুলিশের ১৪ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ পুলিশের ১৪ কর্মকর্তাকে অতিরিক্ত মহাপরিদর্শক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। ১৪ বিসিএস (পুলিশ) কর্মকর্তাকে (গ্রেড-৬) পদোন্নতি দেওয়া হয়েছে।

সোমবার (৩ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ কর্তৃক জারিকৃত এক প্রজ্ঞাপনে এই পদোন্নতি প্রদান করা হয়।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন মো. আরিফুল ইসলাম সিদ্দিকী, সহকারী পুলিশ সুপার, আর্মড পুলিশ ব্যাটালিয়ন সদর দপ্তর; ফরিদ আহম্মেদ খান, সহকারী পুলিশ সুপার, বিশেষ শাখা, ঢাকা; মো. নূরুল ইসলাম সিদ্দিকী, সহকারী পুলিশ সুপার, হাইওয়ে পুলিশ; আহমেদ রাজিউর রহমান, সহকারী পুলিশ সুপার, হাইওয়ে পুলিশ; মো. মেসবাহ উদ্দিন, সহকারী পুলিশ সুপার, শিবপুর সার্কেল, নরসিংদী; মো. আব্দুল হাই, সহকারী পুলিশ সুপার, বিশেষ শাখা, ঢাকা; মো. আবুল কালাম আজাদ, সহকারী পুলিশ কমিশনার, সিলেট মহানগরী পুলিশ, সিলেট; মো. শহীদুল ইসলাম, সহকারী পুলিশ কমিশনার, ডিএমপি।

এবিএম জাহিদুল ইসলাম, সহকারী পুলিশ কমিশনার, রংপুর মহানগরী পুলিশ, রংপুর; মো. ফরহাদ ইমরুল কায়েস, সহকারী পুলিশ কমিশনার, বি-সার্কেল, লালমনিরহাট; এস এম রমজান হোসেন, সহকারী পুলিশ কমিশনার, অপরাধ তদন্ত বিভাগ; মোহাম্মদ আব্দুল আওয়াল চৌধুরী, সহকারী পুলিশ কমিশনার, বাঘাইছড়ি সার্কেল, রাঙ্গামাটি; মো. জালাল উদ্দিন, সহকারী পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি অফিস, খুলনা; খন্দকার শামীম আহমেদ, সহকারী পুলিশ কমিশনার, বিশেষ শাখা, ঢাকা।

শেয়ারনিউজ, ০৩ জুন ২০২৪

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে