ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫
Sharenews24

ঢাকায় এসেছেন নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান

২০২৪ জুন ০৩ ২২:৩৭:১০
ঢাকায় এসেছেন নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারে জাপানের জাতীয় সমন্বয়কবিষয়ক বিশেষ দূত ও দাতা সংস্থা নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান সাসাকাওয়া ইয়োহেই দুই দিনের সফরে ঢাকায় এসেছেন। সোমবার (৩ জুন) দুপুরে সাসাকাওয়ার ঢাকায় আসার তথ্য জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) এক পোস্টে জানানো হয়, সোমবার দুপুরে দুই দিনের সফরে ঢাকায় এসেছেন মিয়ানমারে জাপানের জাতীয় সমন্বয়কবিষয়ক বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান সাসাকাওয়া ইয়োহেই।

বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত পররাষ্ট্রসচিব (দ্বিপাক্ষিক-পূর্ব ও পশ্চিম) ড. মো. নজরুল ইসলাম।

তবে (এ প্রতিবেদন লেখা পর্যন্ত) নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের সফরে সময়ে বিস্তারিত কর্মসূচি জানা যায়নি।

উল্লেখ্য, গত এপ্রিলের প্রথম সপ্তাহের শেষের দিকে বাংলাদেশ সফর করেছিলেন সাসাকাওয়া ইয়োহেই। ওই সময় তিনি নোয়াখালীর ভাসানচর পরিদর্শন করেন।

শেয়ারনিউজ, ০৩ জুন ২০২৪

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে